Breaking News

header ads

লক্ষ্মীপুরে শ্রমিকলীগের দোয়া মাহফিল আয়োজন


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে দোয়া মহফিল আয়োজন করা হয়। 

জেলা শ্রমিক লীগ এ আয়োজনে শনিবার (২১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন।

জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় এসময় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম বাবর, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মামুন, শ্রমিক লীগ নেতা সেলিম পাটওয়ারী ও জাহাঙ্গীর আলমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফজলুল হক মন্টুর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ সুসংগঠিত একটি সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। দক্ষ এ সংগঠকের মৃত্যুতে শ্রমিক লীগের সকল নেতাকর্মী আজ শোকাহত। এসময় নেতাকর্মীরা মরহুম ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

Post a Comment

0 Comments