Breaking News

header ads

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু


ইউনুছ শিকদারঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জাহিদুল হাসান সিয়াম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল হাসান উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবু তাহের খোকনের ছেলে এবং স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সিয়াম রোববার বিকালে বাড়ির সামনে খেলা করার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, এ ব্যাপারে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments