ইউনুছ শিকদার: রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমেদ মিজানুর রহমান আর নেই। তিনি ২৯ নভেম্বর (রোববার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ষাট বছর। তিনি সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন।
তিনি চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তিনি মিরাজ স্যার নামেও পরিচিত ছিলেন।।
রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, রাস্তারহাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুজ জাহের তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদ্য সাবেক এ প্রধান শিক্ষকের মৃত্যুতে আমরা শোকাহত। জাতি একজন শিক্ষাগুরু হারালো। রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ও রামগতি মাদ্রাসা শিক্ষক পরিষদ তাঁর মৃত্যুতে শোক জানান।


0 Comments