Breaking News

header ads

সুবর্ণচরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতায় পূর্ব চরবাটা স্কুল সেরা


ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” ভিডিও ডকুমেন্টারি তৈরিতে উপজেলা পর্যায়ে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম এই সন্মাননা স্মারক কলেজ কতৃপক্ষের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহমান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বাবু সজল মজুমদার। 

২০১৯ সালে শুরু হওয়া মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতায় উপজেলা মূল্যায়ন কমিটির বিচারে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments