Breaking News

header ads

নোয়াখালীতে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার


ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার মামলায় চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, ইউপি সদস্য খলিল উল্যাহ (৪০) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মধ্য চরবাগ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্খার বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবিকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে আহত ব্যবসায়ীর বাবা নাছির উদ্দিন সোমবার (২৬ অক্টোবর) বাদী হয়ে ইউপি সদস্য খলিল উল্যাহকে (৪০) প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামিকাল বুধবার গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Post a Comment

0 Comments