Breaking News

header ads

লক্ষ্মীপুরে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) কনফারেন্স ও র‌্যালি সম্পন্ন হয়েছে।


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আহলে সুন্নাত জামায়াতের উদ্যোগে মুবারক র‌্যালি ও কনফারেন্স অনুষ্ঠিত হয় ।

শুক্রবার ৩০ অক্টোবর লক্ষ্মীপুর পৌরশহরের উত্তর তেমুহনী সংলগ্ন লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে কনফারেন্স শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কনফারেন্স স্থলে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক সংগঠনের পাশাপাশি অংশ নেন ছাত্র-জনতা।

সালাত-সালাম ও নাতে রাসূলের সুমধুর সুর লহরিতে সিলামের আকাশ বাতাস মুখরিত করে তোলে আশেকে রাসূল ও ছাত্র-জনতা। কালেমা খচিত রঙবেরঙের ফেস্টুন হাতে বহন করে সুমধুর কন্ঠে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করে হুব্বে রাসূলে সিক্ত কাফেলা।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সে কটুক্তির প্রতিবাদে গর্জে উঠে র‍্যালী ও অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-জনতা ও আশেকে রাসূলগণ।কালেমা খচিত ও রাসূল (সা.) এর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন আহলে সুন্নাত জামায়াতের লক্ষ্মীপুর জেলার সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ছাত্র- জনতাসহ অসংখ্য আশেকে রাসূল (সা.)।

উক্ত কনফারেন্সে জেলা আহলে সুন্নাত জামায়াতের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদ এর সভাপতিত্বে ও সচিব মুফতি মাওলানা হেলাল উদ্দিন আল কাদেমীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের পীরসাহেব হাফেজ মাওলানা জুনায়েদুল হক নকশেবন্দী মুজাদ্দেদী।

আরও উপস্থিত ছিলেন, সাইফিয়া দরবার শরীফের পীরসাহেব আলহাজ্ব সাইফুল ইসলাম সিদ্দিকী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ চট্রগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের প্রধান আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ, মুফতি মাওলানা আবদুল ওয়াদুদ সিদ্দিকী, মাঈন উদ্দিন খোকন, পীরজাদা মাওলানা নাজমুল হক আখন্দ, মাওলানা মিজানুর রহমান সাইফি, মাওলানা মোর্শেদ আলম প্রমূখ।

Post a Comment

0 Comments