Breaking News

header ads

রামগঞ্জ থানার এস.আই. মহসিন চৌধুরী'কে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সন্মাননা স্মারক প্রদান


লক্ষ্মীপুর প্রতিনিধি : রামগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এস আই মহসিন চৌধুরী'কে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে মনোনীত হয়ে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন অনুষ্ঠানে আইজিপির পক্ষে মহসিন চৌধুরীর হাতে এসংক্রান্ত ক্রেস্ট ও সনদ তুলে দেন লক্ষ্মীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা এস আই মহসিন চৌধুরী বিগত সময়ে রামগঞ্জ উপজেলাতে অপরাধ দমন, সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার, আইন শৃংখলা উন্নতিতে কার্যকর ভুমিকা পালন করায় ২৪ বার জেলার শ্রেষ্ঠ এবং বহুবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননা গ্রহন করে। দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে সম্মাননা প্রদান করায় মহসিন চৌধুরী পুলিশ সুপার ডঃ এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই , রামগতি সার্কেল মারুফা নাজনীন, রায়পুর সার্কেল স্পৃনা রানী ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্যঃ সারাদেশে ৬৪ জেলায় ৬৪জন কমিউনিটি পুলিশিং অফিসারকে আইজিপির পক্ষ থেকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

Post a Comment

0 Comments