ফয়সাল কবির লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলা যুবদলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মঙ্গলবার সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী এলাকায় আনন্দ র্যালি, কেক কাটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতিঃ মোরতাজুল করিম বাদরু, চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রসপ্ত সহ-সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড হাছিবুর রহমান হাছিব, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন বুলু প্রমুখ।


0 Comments