ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলার চর ওয়াপদার থানারহাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গা পূজা উদযাপন করেন সনাতন ধর্মের অনুসারীরা।
থানারহাটের শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে ২২ অক্টোবর থেকে পূজার কার্যক্রম শুরু হয়।২৬শে অক্টোবর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রতিমা বিসর্জন করা হবে।পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার শংকর রায় ও সেক্রেটারি ডা:অনিক কর্মকারের পরিচালনায় কার্যক্রম শুরু হয়।
পূজা কমিটির সদস্য বাবু সুজন চন্দ্র শীল বলেন, আমরা বিশ্ব শান্তির জন্য দূর্গা পূজা পালন করি এবং তার ধর্মীয় বিশ্বাস দূর্গা মা সকল মানবজাতিকে করোনা নামক মহামারী থেকে রক্ষা করবে।
পূজা কমিটির সেক্রেটারি ডা:অনিক মনে করেন, মা সার্বজনীন শান্তি ও সকলের মঙ্গল কামনা করেন। অসুর বধ করে মা যেমন ত্রিভুবনের মঙ্গল করেছিল, ঠিক তেমনি মহামারী করোনা থেকেও রক্ষা করবেন।
এছাড়াও ডাঃজগদীসের বাড়ীতে গোপাল মন্দিরে ডা:মিহিরের সভাপতিত্বে ও বিপ্লব চন্দ্র রায় এর পরিচালনায় অপর একটি পূজা মণ্ডপ রয়েছে। পূজা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য কার্তিক সাহা,শিক্ষক সুমন চন্দ্র রায়সহ প্রমুখ।
সুবর্ণচর উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আছে।স্থানীয় গ্রাম পুলিশরা নিরাপত্তা কাজে সহযোগীতা করেন।


0 Comments