Breaking News

header ads

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার


স্থানীয় প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের ওসমান আলী বাড়ীর আব্বাস আলীর মেয়ে শান্তা বেগমের সাথে একই বাড়ির আবুল কালামের ছেলে জীবনের বিয়ে হয়। গত ২১ অক্টোবর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জীবন তার স্ত্রী শান্তা বেগমকে একাধিকবার বেদম প্রহার করতে থাকে। 

একপর্যায়ে শান্তার ভাইয়েরা জিবনের অমানবিক নির্যাতনে বাঁধা প্রদান করে। এতে ক্ষুব্ধ হয়ে জীবন পার্শ্ববর্তী লাল মিয়া ভান্ডারি বাড়ীতে গিয়ে তার ফুফাতো বোন কথিত মহিলা আওয়ামীলীগ নেত্রী রূপসা বেগমকে জানালে রূপসা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে শান্তার বাবা আব্বাস আলীর পরিবারের উপর হামলা করে। ঘটনাস্থলে উভয় পক্ষের সংঘর্ষে শান্তা বেগম দায়ের কোপে গুরুতর আহত হয়। 

এঘটনায় রাজনৈতিক দলের সম্পিক্ততা না থাকলেও রুপসা বেগম বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল চৌধুরীকে আসামি করে একটি মামলা করেন। অপরদিকে শান্তার পরিবার আদালতে একটি মামলা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল চৌধুরি নিজেকে নির্দোষ দাবী করে জানান, আমি ঘটনাটি শুনেছি। এটি তাদের পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। আমি কোন ভাবেই উক্ত ঘটনার সাথে জড়িত নই। একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য রুপসা বেগমকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে।আমি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধিদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

Post a Comment

0 Comments