Breaking News

header ads

লক্ষ্মীপুরে জাহেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. জাবেদ হোসেন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ছেলে হত্যার বিচার চাইতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত জাবেদ হোসেনের মা তাসলিমা বেগম। এ সময় বিলাপ করতে করতে তিনি বলেন, মোবাইলফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহত জাবেদের বাবা মো. সাইফুল ইসলাম, বড় ভাই মো. জাহেদ, প্রতিবেশি শামীম আনোয়ার, মুক্তার শাহ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি রাজু আহমেদ, সোহেল হোসেন শাহিন, ছাত্র নেতা ইশতিয়াক আহমেদ প্রমুখ। মানববন্ধনে হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধনে পরিবারের লোকজন বলেন, উত্তর হামছাদী ইউনিয়নের মো. সেলিমের মেয়ে পলি বেগমের সাথে জাবেদ হোসেনের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পলি বেগমের ভাই ফরহাদ, রুবেল, লিটনসহ কয়েকজন মোবাইলফোনের মাধ্যমে জাবেদকে পলি বেগমের নানার বিজয়নগর গ্রামের (ইন্দ্র পন্ডিত বাড়ী)তে ডেকে নেয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যার পর লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

উল্লেখ্য : বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি থেকে জাবেদ হোসেনের ঝূলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ’সহ অজ্ঞাত ২/৩জনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের বাবা মো. সাইফুল ইসলাম।

Post a Comment

0 Comments