Breaking News

header ads

রায়পুরে উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী রেখা


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান শাহজাহান কামাল এর সহধর্মিণী শাহিনুর বেগম রেখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় কেরোয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান শাহজাহান কামাল এর সহধর্মিণীকে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, আগামি ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য: গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল করোনা আক্রান্ত হয়ে মারা যান।

Post a Comment

0 Comments