Breaking News

header ads

রামগতিতে অর্ধ গলিত কিশোরের লাশ উদ্ধার

অর্ধগলিত লাশ

এস. কে ছালেহ রামগতি প্রতিনিধিঃ রামগতির চর রমিজ ইউনিয়নের আদর্শ পাড়ায় একটি অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  ২৭ সেপ্টেম্বর (রবিবার) চর রমিজ ইউনিয়নের বিবিরহাট টু আদর্শপাড়া এলাকার মাঝামাঝি স্থানে মাহফুজ মিয়ার পোলের সংলগ্ন, কবির মিয়ার বাড়ির পুকুরে একটি অর্ধ গলিত মাথা বিহীন লাশ দেখতে পায় স্থানীয়রা।  পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি গ্রহণ করে।

জানা যায়, নিহত কিশোরের নাম মিজানুর রহমান আকাশ (১৩) চর ডাক্তার গ্রামের নুর ইসলামের ছেলে।  গলিত লাশটি পুলিশ নিহতের পরিবারের নিকটে হস্তান্তর করেন।  রামগতি থানার অফিসার ইনচার্জ মো.সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments