Breaking News

header ads

লক্ষ্মীপুরে ব্রাদার্স ইউনিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরে ব্রাদার্স ইউনিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ ঘটিকার সময় , ১ নং উত্তর হামছাদী ইউনিয়নে বিজয়নগর উচ্চবিদ্যালয়ে মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়।

প্রীতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন রনি সঞ্চালনায় উদ্ভাবক ছিলেন, লক্ষ্মীপুর জেলা শাখা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন পাঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় নগর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গনি ও মোহাম্মদ সিফাত উদ্দিন সাজু, জয়নাল আবদীন ফরাজী, এ এস এম রাহাত, মোহাম্মদ ফারুক সহ অত্র ইউনিয়নের ফুটবলপ্রেমী গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যাঁরা খেলাধুলা করেন, তাঁদের মন ভালো থাকে, তাঁরা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান অতিথিরা।

Post a Comment

0 Comments