লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন লক্ষ্মীপুর পুলিশ লাইন কলেজ অধ্যক্ষ এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি সাইফুল ইসলাম তপন, বিশিষ্ট রাজনীতিবিদ রুহুল আমিন মাস্টার, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি শাহজাহান কামাল প্রমুখ।
সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদের উপস্হাপনায় বঙ্গবন্ধু কে নিবেদিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি ফারুক হোসেন শিহাব, সংসদের সাংগঠনিক সম্পাদক কবি অ আ আবীর আকাশ, কবি জাহিদ হাসান তুহিন,কামরুল হাসান হৃদয়,ফুয়াদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ শোকাবহ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়। উপস্হিতদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।


0 Comments