গাংচিল অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী’র কোম্পানীগঞ্জ উপজেলায় দলের ত্যাগী অসহায় ২৭০ জন নেতাকর্মীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বসুরহাট পৌর মিলনায়তনে এ অর্থ বিতরণ করেন মন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের ২৭০ জন নেতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে সাড়ে ১৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
ভবিষ্যতেও এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এরআগেও বেশ কয়েক দফায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, ক্রীড়া সম্পাদক মোঃ ইউনুছ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান পারভীন রুনু, সাধারণ সম্পাদক পারভীন মুরাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, পৌর যুবলীগ সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শামছুদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন লিংকন প্রমুখ।


0 Comments