Breaking News

header ads

অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি মো. সোহেল হাওলাদার ওরফে শাখাওয়াত হোসেন (২৪)কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার টাংকি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের আল আমিন গ্রামের আনোয়ার হোসেন প্রকাশ খবির উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে এসআই মো. ইকবাল হোসাইন, এসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্সসহ রামগতি উপজেলার টাংকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রামগতি থানায় মামলা নং-১৩, তারিখ-১৬/০৩/২০২০ইং। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রামগতি থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments