Breaking News

header ads

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

গত ১৪ই আগষ্ট ২০২০ইং বৃহস্প্রতিবার "গাংচিল অনলাইন.কম, প্রিয় নোয়াখালী ডট কম ও বৃহত্তর নোয়াখালী পোর্টাল সমুহের কলামে "সুবর্ণচরে অটো শ্রমিক সংগঠনের টাকা আত্নসাৎ ও ১০ টাকার সরকারী চাল চুরির অভিযোগ" শিরোনামে খবর প্রকাশ করা হয়।  সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ার পর, আমি সম্পূর্ণ পড়িয়া দেখিলাম; যে সংবাদ প্রচার করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।  এটি নিঃসন্দেহে আমার সুখ্যাতিকে নষ্ট করার ব্যর্থ প্রয়াসমাত্র।  কে বা কাহারা সংবাদদাতাকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এহেন ভিত্তিহীন খবর প্রকাশ করিয়েছেন।

আমি এমন খবরের তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।

ইতিঃ
ফিরোজ আলম টিটু 
সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
সুবর্ণচর নোয়াখালী।

Post a Comment

0 Comments