Breaking News

header ads

নোয়াখালীর হাতিয়ায় নদীতে নিখোঁজ ডুবরির মরদেহ উদ্ধার

ইউনুছ শিকদার: হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে নিখোঁজ হওয়া এক ডুবরির মরহেদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবরির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডুবুরি মো.মামুন (৪০) বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশাল কান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেন’র ছেলে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গতকাল রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এম.ভি. মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে ২ জন ডুবুরি আনা হয় তা কাটার জন্য। তার মধ্যে ডুবুরি মো. মামুন জাহাজের ইঞ্জিনের পাখায় আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে নিখোঁজ ওই ডুবরির মরদেহ উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments