Breaking News

header ads

লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণ অনশন কর্মসূচী

প্রতিনিধি লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজের নিঃশর্ত মুক্তি ও মামনুন রশীদ মামুন, আশরাফুল আলম, ছগীর আহমেদ ইমনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গণ অনশন কর্মসূচি পালন করেছে পৌর ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।   

বুধবার সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ গণ অনশন কর্মসূচি পালন করা হয়।

গণ অনশনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সুমন ক্বারী, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ইসমাঈল হোসেন শিপনসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। গণ অনশন কর্মসূচী সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। 

উল্লেখিত লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে গত রবিবার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Post a Comment

0 Comments