Breaking News

header ads

কবিরহাটেে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ইউনুছ শিকদার : নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দুলপুর গ্রামের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবদুল হাই এর স্ত্রীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে!

শুক্রবার (০৩ জুলাই) বিকেল তিনটার সময় দুপুরের খাওয়ার শেষে পাকের ঘরে বিশ্রাম নেওয়ার সময় (ঘুমন্ত অবস্থায়) তার পাঁয়ে সাপে দংশন করে।

ব্যাথার তীব্রতায় ঘুম থেকে জেগে যখন দেখতে পায় কামড়ে পায়ের মাংসের টুকরো উঠিয়ে নিয়ে গেছে তখন ধারণা করেছিল ইঁদুর কামড় দিয়েছে।  কিন্তু ক্রমশ ব্যাথা বাড়তে থাকলে অবস্থার অবনতি দেখে প্রথমে কবিরহাট এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Post a Comment

0 Comments