লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার শিমুকে নানাভাবে লাঞ্চিত, হয়রানি ও হুমকির প্রতিবাদ এবং বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর মহিলা আওয়ামীলীগ। পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি কস্তুরী আক্তার, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার শিমু, চন্দ্রগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগ সভাপতি রুমানা আক্তারসহ মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলা ও লুটপাটের মামলা প্রত্যাহার করতে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।


0 Comments