Breaking News

header ads

কোম্পানীগঞ্জে দর্জি দোকান থেকে করোনা আক্রান্ত ব্যবসায়ী আটক

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দর্জি দোকান করার সময় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে তাকে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বসুরহাট বাজারের আরডি শপিং মলের তৃতীয় তলা থেকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

আটকৃত, রমজান আলী খোকন (৩৫), বসুরহাট আরডি শপিং মলের মায়ের দোয়া টেইলার্স এন্ড বোরকা হাউজের কর্ণধার এবং বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের নয়ন হাজি বাড়ির লোকমান হোসেন’র ছেলে। 

কোম্পানীগঞ্জ উপজেরা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম জানান, খোকন গত (১০ জুলাই) তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে তার বাড়ি লকডাউন ঘোষণা করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু সে করোনায় আক্রান্তের তথ্য গোপন আজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় পুলিশ তাকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে করোনা আক্রান্ত ব্যক্তিকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments