Breaking News

header ads

করোনারোগীর কফিনের ভেতর গাঁজার ‘পোটলা’

গাংচিল অনলাইন ডেস্কঃ কফিনের ভেতর থেকে উদ্ধার করা হলো এক পোটলা গাঁজা। এমন ঘটনা ঘটেছে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে। তবে গাঁজা বহনকারীকে এখনো খুঁজে বের করা যায়নি। 

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় আব্দুল হালিমের (৭০)। মরদেহ নিতে কাঠের কফিন নিয়ে এগিয়ে আসেন ছেলে সোহাগ। তবে বিপত্তি বাধে মরদেহ কফিনে তোলার সময়। সেখানে কাগজের একটি পোটলা দেখতে পান অ্যাম্বুলেন্সচালক লিটন। তিনি সেটি নিয়ে কৌতূহল দেখালে সোহাগ পোটলাটি ফেলে দেন।

এর মধ্যেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন লিটন। পুলিশ এসে দেখতে পায়, আস্ত ২১ পুরিয়া গাঁজা। ঘটনাটি বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। গত রোববার রাতের এ ঘটনায় উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি। তবে গাঁজা বহনকারীকে চিহ্নিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

তথ্যসূত্রঃ সময় নিউজ

Post a Comment

0 Comments