লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রায়পুর থানাধীন চরমোহনা ইউপিস্থ কিশোর ইমরান হোসেন রাব্বি(১৭) বিভিন্ন ধরনের মাদকের নেশায় জড়িয়ে যাওয়ায় তাহার মাতা’র অভিযোগের ভিত্তিতে উক্ত কিশোরকে থানায় ডেকে এনে তাহাকে স্বাভাবিক জীবনে ফিরে আনা এবং পড়ালেখায় মনোনিবেশ করা সহ তাহার পুনর্বাসনের দায়িত্ব নিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিল।
অফিসার ইনচার্জ আঃজলিল উক্ত কিশোরকে ভবিষ্যত পূনর্বাসনের উদ্দীপনার লক্ষ্যে তাহার পড়ালেখার খরচ এবং বই পুস্তক ক্রয় খরচ বাবদ প্রাথমিকভাবে কিছু আর্থিক অনুদান প্রদান করেন।
রায়পুর থানায় যোগদানের পর থেকে পুলিশ জনগনের বন্ধু পরিচিত করতে পুলিশের সেবা পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রায়পুর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল জলিল। দালালের দৌরাত্ম্য রুখতে ও পুলিশের কাছ থেকে মানুষ সঠিক সেবা পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করতে রায়পুর থানার সামনে ও ভিতরে ডিজিটাল ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে।
তাতে লেখা রয়েছে, দালান,টাউট,বাটপার,প্রতারক থেকে দূরে থাকুন, যে কোন প্রয়োজনে সরাসরি নিম্নোক্ত নম্বরে অভিযোগ করুন। অভিযোগের জন্য লিখে দেয়া হয়েছে রায়পুর থানা অফিসার ইনচার্জ(ওসি)র মোবাইল নম্বর।
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় এমন মহতি উদ্যোগ নেয়া হয়েছে। কেউ যদি থানায় গিয়ে কাঙ্ক্ষিত আইনী সহায়তা না পান, তাহলে অভিযোগ করলে প্রতিকারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশের কাছ থেকে নাগরিকরা যাতে ভাল ব্যবহার পান, কেউ যেন সেবার জন্য এসে হয়রানির শিকার না হতে হয় এজন্যই এমন উদ্যোগ। এমন মহতি উদ্যোগের ফলে রায়পুরের সর্বস্তরের জনগন স্বস্তি প্রকাশ করেছেন।এই উদ্যোগের ফলে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত হবে।
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে ওসি আবদুল জলিল বলেন, আমি তাদের সব ধরনের সহযোগিতা করবো। রায়পুরের মানুষকে ভালো সেবা দিতে আমরা বদ্ধ পরিকর।


0 Comments