Breaking News

header ads

কবিরহাটে করোনায় আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলর’র মৃত্যু

Kobirhat, Noakhali
ইউনুছ শিকদার: নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো.আনোয়ার হোসেন (৩৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন। 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.ফজলুল হক বাকের অপু জানান, আনোয়ার হোসেনের শরীর থেকে গত (৩ জুন) নমুনা সংগ্রহ করা হলে (১০ জুন) তার করোনা পজিটিভ আসে।  তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের ১দিন পর নিজ বসত ঘরে আজ সকালে তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, কবিরহাট উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ জন, সুস্থ হয়েছে ৫৩জন, মৃত্যু হয়েছে ১ জনের।

Post a Comment

0 Comments