Breaking News

header ads

সেনবাগের অস্ত্রধারী সন্ত্রাসী রাহিম ও জুয়েল কে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ত্রধারী সন্ত্রাসী রাহিম ও জুয়েল
ইউনুছ শিকদার: নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী রাহিম ও জুয়েল কে গ্রেফতারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী রাহিম ও জুয়েল কে গ্রেফতারে মাঠে নেমেছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তাদের ব্যবহৃত আগ্নেয় অস্ত্র উদ্ধারেও অভিযান চলছে। 

প্রসঙ্গত গত কয়েকদিন পূর্বে, বালিয়াকান্দি গ্রামের গোরফান মেম্বার বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মাইন উদ্দিনের উপর হামলা ও তার ভাই আলী করিমের বসত ঘরে গুলি বর্ষন,হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায় সন্ত্রাসী রাহিম ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এসময় রাহিম ও জুয়েলের গুলিতে যুবলীগ নেতা মাইন উদ্দিনের ভাতিজা ইকবাল হোসেন রকি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় রাহিমের দাদা গোরফান মেম্বারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

সেনবাগ থানার (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ১জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে, বাকি অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য যে, সন্ত্রাসী রাহিম ও জুয়েল এলাকায় ইয়াবা ব্যবসা, সেবন, চুরি, ছিনতাই ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যৌন হয়রানীসহ বহু অপকর্মে জড়িত।

Post a Comment

0 Comments