Breaking News

header ads

রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু এবং সাধারন সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান এর আহ্বানে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ওষুধি গাছে চারা রোপণ করা হয়েছে।

“গাছ লাগাই জীবন বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ জুন শনিবার রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে ফলজ , বনজ , ঔষুধি গাছ রোপন করা হয়। রায়পুর উপজেলা প্রত্যেক ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দের কাছে ২২০০ গাছের চারা বিতরন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা পরিষদ সদস্য, মামুন বিন জাকারিয়া,রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল, যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ জনি, জহির হোসেন পাটোয়ারী, শওকত ভুঁইয়া, গনি সর্দার, প্রত্যেক ইউনিয়নের সভাপতি /সম্পাদক ও যুবলীগের নেত্রীবৃন্দ। 

আহ্বায়ক মামুন বিন জাকারিয়া,ও যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল,বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে মাসব্যাপী সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। 

এরই অংশ হিসেবে জেলা জেলা যুবলীগের নির্দেশে আজ রাহমানিয়া উচ্চ বিদ্যালয়,সোনাপুর দাখিল মাদ্রাসা,মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়,জয়নালিয়া উচ্চ বিদ্যালয়,আজিজিয়া উচ্চ বিদ্যালয় বৃক্ষ রোপণ শুরু করি।

আরো বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে সবুজ (বেস্টনি) পৃথিবী গড়াঁর লক্ষ্যেই গাছ রোপনের কোন বিকল্প নেই।

তাই মাসব্যাপী প্রতিটি মানুষকে নিজের বাড়ির আঙ্গিনায়, পতিত জায়গায় গাছ লাগানোর আহবান জানান।

ফলজ গাছ যেমন পরিবারের সদস্যদের সুস্বাদু বিষমুক্ত ফল খাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয় তেমনি একটি গাছ বড় করে বিক্রি করলে অর্থনৈতিক সফলতা ও আসে বলে মনে করেন।

Post a Comment

0 Comments