ইউনুছ শিকদার: নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুর ঠিকাদারি প্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের দিকে প্রেসক্লাব সংলগ্ন রেডক্রিসেন্ট মার্কের্টের নিচ তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেন।
যুবলীগ নেতা মঞ্জু জানান, ঘটনার কিছুক্ষণ আগেই অফিস বন্ধ করে বাসায় চলে যাই। এর পর পরই অফিস এলাকা থেকে ফোন করে জানানো হয় ৮-১০টি মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্ত তার অফিসে এলোপাতাড়ি গুলি করে চালিয়ে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা তার নাম ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি। তিনি আরও জানান, একই অফিসে আমি ছাড়াও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী শহর যুবলীগের আহ্বায়ক নুর আলম ছিদ্দিকি রাজুও বসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলি অফিসের স্যাটার ভেদ করে অফিসের ভিতরে দেয়ালে গিয়ে লাগে। ওই সময় মঞ্জু অফিসে থাকলে নিশ্চিত গুলিবিদ্ধ হয়ে মারা যেতেন। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনায় আতংকিত হয়ে পড়েন স্থানীয়রা।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


0 Comments