ইউনুছ শিকদারঃ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম বারের মতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদনক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ২২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সেতুমন্ত্রীর ছোট ভাই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমুখ।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।


0 Comments