গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় করোনা পরিস্থিতিতে অবৈধভাবে খোলা রাখা গার্মেন্টস দোকানে অভিযান চালিয়ে ব্যাপক প্রশংশায় ভাসছেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম।
উপজেলার খিলপাড়া বাজার ও সোমপাড়া বাজারের দুটি গার্মেন্টস সামগ্রী দোকানে তার নিজের পরিচালিত অভিযানের দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যপক ভাইরাল হয়ে পড়েছে।
এই ভিডিওতে দেখা যায় যে, বাহির থেক লক করা দোকানে তিনি ঢুকে দেখতে পান অনেক অনেক ক্রেতা পরিবেষ্টিত দোকানদার দেদারসে বিক্রি করছেন পোশাক সামগ্রী।
সারাদেশ থেকে কমেন্টস করা ভিউয়াররা তার এই অভিযানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশংসামূলক কমেন্টস করতে দেখা যাচ্ছে।
গত এক বছরের কিছু সময় ধরে চাটখিল থানার ওসি পদে অনোয়ারুল ইসলামের যোগদানের পর থেকে পুলিশ এবং জনতার মধ্যে সুসম্পর্ক গড়তে অনেক প্রশংসা মূলক কাজ করে স্থানীয় মানুষদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।


0 Comments