ফয়সাল কবির লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে পৃথক পৃথক স্থানে সামাজকি দুরত্ব নিশ্চিত করে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৩০ মাচ শনিবার সকাল ১১টা সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন রিয়াজের বাসার সামনে সংক্ষিপ্ত আলোচনা করে পরে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশীদ, সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সহ সভাপতি সালমান হায়দার রাসেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অারিফ মাহমুদ কাজল প্রমূখ।
ওই দিকে দুপুরে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ ব্যাপারি, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মোঃ কিরন, সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, যুবদল নেতা শামছুল আহসান মামুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সোহেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময়ে বক্তারা বলেন আজ ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘শহীদ জিয়া’ বলেই পরিচিত।



0 Comments