Breaking News

header ads

ছুটি বাড়ছে না আর, স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস আদালত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গাংচিল অনইন.কমঃ দেশের চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি আর বাড়ছে না।  ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস আদালত।

বুধবার (২৭ মে) বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুটি আর বাড়ছে না।  আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনটি পেলাম।  সাধারণ ছুটি আর বাড়ছে না, তবে নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না।  এমনকি গণপরিবহনও চলবে না।  আর আপাতত স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত।  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে।  আগামীকাল (২৮ মে) সকালেই প্রজ্ঞাপন জারি হবে।

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল।  এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়।  ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।  চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। পঞ্চম ধাপে ২৬ এপ্রিল থেকে ০৫ মে পর্যন্ত ও ষষ্ঠ দফায় ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।  আর সর্বশেষ ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

Post a Comment

0 Comments