ইউনুছ শিকদার (নোয়াখালী) সুবর্ণচর প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও একজন কর্মচারী সহ জেলায় আরও আট করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও এক কর্মচারী ছাড়াও জেলার মধ্যে সোনাইমুড়ীর দুইজন ও বেগমগঞ্জের দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, জেলায় মোট ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জের ১০৬ জন, সদরের ১৬ জন, কবিরহাটের ২০, চাটখিলের ১৬, সোনাইমুড়ীর ১৫ জন, হাতিয়ার পাঁচজন, সেনবাগের দুইজন, কোম্পানীগঞ্জের পাঁচ ও সুবর্ণচর উপজেলার পাঁচজন।
এর মধ্যে মৃত্যু হয়েছে, সোনাইমুড়ীর দুইজনের, সেনবাগের একজনের, বেগমগঞ্জের একজনের। সুস্থ হয়েছেন ১৯ জন।


0 Comments