Breaking News

header ads

হাতিয়ায় মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

ইউনুছ শিকদার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম (৬০), হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকালের দিকে উপজেলার জাহাজমারা সড়কের ওছখালির মারগেজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জহির উদ্দিনসহ দুইজন আহত হন। ঘটনাস্থল থেক মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

স্থানীয়র সূত্রে জানা যায়, নলচিরা থেকে মারগেজ এলাকায় আসার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল পথচারী আবুল কালাম কে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments