Breaking News

header ads

হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ইউনুছ শিকদার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডোবা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী মো. ফরিদ (৩৫), সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো.হুমায়ন’র ছেলে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যার কোন কারণ জানাতে পারেনি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সকালে স্থানীয়রা ডোবার মধ্যে অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Post a Comment

0 Comments