ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ করোনা ভাইরাসের প্রতিরোধে সরকারি নির্দেশনায় ঘরবন্দি থাকা মানুষগুলোর সহায়তায় দিতে এগিয়ে এলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ।
জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া ও সদস্য শাখাওয়াত হোসেন আরিফের উদ্যোগে রায়পুরে বুধবার ১ লা এপ্রিল রাতে জেলা পরিষদের ত্রান বিতরন। রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক হত দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে এ ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিউজ্জামান ভূইয়া, রায়পুর পৌর কাউন্সিলর শামসুন্নাহার লিলি, মাজমে আরা মনি, আঃ কাদের রিয়াজ, আহসান মাল, হোসেন সর্দার প্রমূখ।



0 Comments