Breaking News

header ads

আওয়ামী লীগ ক্ষমতায় মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না : এমপি প্রতিনিধি বায়েজীদ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে পুরো বিশ্ব। প্রতিদিন বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগি ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪২৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এটা নিয়ে মৃতের সংখ্যা ২৭ জন। 

করোনা ভাইরাসের সংক্রাম থেকে বাঁচতে সরকারি নির্দেশনায় গৃহবন্দি রয়েছে মানুষ। এসব কর্মহীন মানুষের মধ্যে যারা দিনে এনে দিনে খায় তারা বেশি বিপাকে রয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর সদর আসনের প্রত্যেকটি ইউনিয়নে এ কর্মহীন দিনমজুরদের ঘরে ঘরে পৌঁছে গেছে সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের খাদ্য সামগ্রী। এসব সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বায়েজীদ ভূঁইয়া। তিনি সংসদ সদস্যর এপিএস ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক। এছাড়াও তিনি মুঠোফোনে কলের মাধ্যমে মানুষের দরজায় দরজায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, গত ১২ দিন ধরে তিনি সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নেতাকর্মীদেরকে দায়িত্ব না দিয়ে নিজেই এমপির খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে তার কাছে খাদ্য সামগ্রীর সহযোগীতার জন্য কেউ ফোন করলে সরাসরি তার ঘরে নিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো, চাউল ,ডাল ,আলু ,পেয়াজ তৈল,সহ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় জনসাধারণ মানুষ গুলো ।

জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না। লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে দিনজুর কর্মহীন প্রত্যেক মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। 

করোনাভাইরাসের সংকট না যাওয়া পর্যন্ত সাধারণ মানুষের পাশে সহায়তা নিয়ে থাকবেন বলেও জানান বায়েজীদ ভূঁইয়া।

Post a Comment

0 Comments