লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার হত দরিদ্র অসহায় জনসাধারণ মাঝে লক্ষ্মীপুর-৩ আসনের এমপি, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তযোদ্ধ আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল নির্দেশে আজ ১৭ তম দিনেও লক্ষ্মীপুর সদর আসনের পৌরসভার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
মঙ্গলবার ২১ এপ্রিল সকাল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছানো অব্যাহত রেখেছেন এমপির ব্যক্তিগত সহকারী বায়েজীদ ভূঁইয়া।
বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মাঝে এই পর্যন্ত ১০ হাজার ৪ শত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।


0 Comments