লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নতুন করে করোনাভাইরাসে ০৪ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ জন। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭টি নমুনা পরিক্ষার পর ০৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
রবিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।
নতুন আক্রান্তের ০৪ জনই লক্ষ্মীপুর সদর উপজেলার বলে জানান তিনি। জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৫, কমলনগরে ০৩, রামগতিতে ০১ ও সদর উপজেলায় ০৭ জনসহ সর্বমোট ২৬ জনে দাঁড়ালো।
জানা যায়, (১৯ এপ্রিল) রবিবার রাত ১০টার দিকে বিআইটিআইডিতে লক্ষ্মীপুর জেলার ৪৭টি নমুনা পরিক্ষার পর ০৪জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার।
লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, ৪৭টি নমুনা পরিক্ষার পর ০৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ সনাক্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


0 Comments