Breaking News

header ads

রবিন ভূঁইয়ার উদ্যোগে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ।

ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ মরণব্যাধি করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ। ঘর থেকে বের হতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জেলার অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। 

কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন ভূঁইয়ার উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার হয় । বুধবার ২২ এপ্রিল সকাল থেকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামে কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীসহ হাতে কাস্তে নিয়ে যান ইউনিয়নের স্বনামধন্য হাজী সুলতান আহম্মদ ভূঁইয়ার প্রজন্ম ও ছাত্রলীগের এই নেতা। 

এই সময় আরো উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগ আরেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রাজু, ইউনিয়ন ছাত্রলীগের নেতা নেওয়াজ শুভ,অর্ণব,আনোয়ার, অনিক ও সজিব সহ আরো ৩০ থেকে ৩৫ জন ছাত্রনেতা। কৃষক সফিক খন্দকারের পাকা ধান ক্ষেতে জমি ছিলো প্রায় ৮০ শতক। পাকা ধান কেটে মেশিনে ধান ঘরে তুলে দেওয়ার পর খড়গুলো রোদে শুকিয়ে পর্যন্ত দিয়েছেন বলে জানাটা। 

লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়া বলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন শরীফ ও জিয়াউল করিম নিশান ভাইয়ের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছি। করোনা ক্রান্তিকালেও মানবতার ডাকে সাড়া দিয়ে সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রায় ৫ শতাধিক কর্মহীনদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছিলাম। আগামী দিনেও এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments