Breaking News

header ads

নোয়াখালীতে করোনা রোগীর চিকিৎসায় ১৬০সিটের হাসপাতাল প্রস্তুত!

ইউনুছ শিকদারঃ নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সেবা দিতে চারটি স্থানে মোট  ১৬০ সিটের হাসপাতাল  প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোমিনুর রহমান।

তিনি বলে আপনার সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। এরপরও যারা করোনা (কভিড-১৯) আক্রান্ত হবেন তাদের জন্য নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম এ চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ৩০ বেডের হাসপাতাল। জিমন্যাসিয়ামে প্রস্তুত হচ্ছে আরো ৭০টি বেড। আর চর আলগী হাসপাতালে প্রস্তুত আছে ৩০টি বেড ও সোনাইমুড়ী অন্ধ কল্যান চক্ষু হাসপাতালে প্রস্তুত আছে ৩০টি সহ মোট ১৬০টি বেড।

ডাঃ মোঃ মোমিনুর রহমান বলেন আপনারা গুজব ছড়াবেননা, গুজবে কান দিবেননা। সচেতন হোন, নিজে নিরাপদ থাকুন পরিবার ও দেশকে নিরাপদ রাখুন।

Post a Comment

0 Comments