ইউনুছ শিকদারঃ ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের (২০) শরীরের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ওই যুবক নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ২০ বছর বয়সী ওই যুবক। পরে করোনার উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড অ্যানফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। শুক্রবার রাতে নমুনা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে ওই রোগীর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
তিনি আরও জানান, শনিবার সকালে ওই রোগীর বাড়ি লকডাউন করা হবে। তাকে ২০ শয্যাবিশিষ্ট চরআলগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে। নমুনা সংগ্রহ করা হবে তার পরিবারের সকল সদস্যের।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ওই যুবক গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে এসেছে বলে তিনি শুনেছেন। সে ড্যানিশ কারখানায় চাকরি করত বলে জানা গেছে।


0 Comments