Breaking News

header ads

লক্ষ্মীপুরে মাহে রমজানেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন - বায়েজীদ ভুঁইয়া

ফয়সাল কবির, লক্ষ্মীপুর: মাহে রমজানেও বাড়ি বাড়ি গিয়ে ২১ তমদিনেও কর্মহীন ও হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বায়েজীদ ভূঁইয়া। লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির পক্ষ থেকে লকডাউন থাকা পরিবার গুলোকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। 

আজ ২৯ এপ্রিল (বুধবার) উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে লকডাউনে ঘর বন্দি কর্মহীন থাকা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। 

এমপি প্রতিনিধি ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া বলেন,২১ তমদিনেও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে সংসদীয় আসনের প্রতিটি প্রান্তে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্যসহায়তা থেকে কেউ যাতে বাদ না পড়ে সে জন্য ঘরে ঘরে আমি নিজে খাদ্যসামগ্রী দিচ্ছি। এ কার্যক্রম চলমান থাকবে।

Post a Comment

0 Comments