Breaking News

header ads

লক্ষ্মীপুরে ১৪ তম দিনেও এমপির খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভুঁইয়া

ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ করোনা ভাইরাসে থমকে গেছে সারাবিশ্ব। সংকটময় এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় জনগণের পাশে থাকার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। কিন্তু সহযোগিতায় না এসে গা ঢাকা দিয়েছেন লক্ষ্মীপুরের কিছু জনপ্রতিনিধি। কিন্তু অপরদিকে টানা ১৪ তম দিনেও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজাহান কামাল নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । 

কোভিড-১৯ করোনা ভাইরাস রোধে ঘরে থাকা শ্রমজীবী মানুষ “দিন এনে দিন খাওয়া” মানুষের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি’র এপিএস মোঃ বায়েজীদ ভূঁইয়া।

শনিবার ১১ এপ্রিল লক্ষ্মীপুর পৌরশহর, বাঙ্গাখা ও লাহারকান্দী ইউনিয়ন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাবার সামগ্রী পাড়ায় পাড়ার পোঁছে দেন । এ নিয়ে আজ পর্যন্ত লক্ষ্মীপুর সদর আসনের ৮ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে (ত্রাণ) খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো চাউল ,ডাল ,আলু ,পেয়াজ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এ যাবত ৮ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ১০হাজার হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান। 

উল্লেখ্য: হটলাইন সার্ভিস চালু রাখা হয়েছে। ইতোমধ্যে হটলাইনে ফোন করার পর তাৎক্ষণিক খাদ্য পৌঁছে দিয়েছেন এমপি’র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া।

Post a Comment

0 Comments