Breaking News

header ads

রাতের আঁধারে এমপি’র খাদ্য নিয়ে হতদরিদ্রের বাড়িতে বায়েজীদ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রাতের আঁধারে যখন কর্মহীন মানুষেরা করোনা আতংকে হতাশার জাল বুনছে, ঠিক তখনি হতদরিদ্র মানুষের দরজায় হাজির হয়েছেন বায়েজীদ ভূঁইয়া। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গ্রাম-গঞ্জে গরীব মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন সাবেক বিমানমন্ত্রীর দেওয়া খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শাহজাহান কামালের নির্দেশনায় এমন মহতী উদ্যোগে সবাই সাধুবাদ জানিয়েছেন।

১৩ তম দিনে লক্ষ্মীপুরের বিপর্যস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে এমপি শাহজাহান কামালের এপিএস বায়েজীদ ভূঁইয়া নিজ হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ পর্যন্ত প্রায় ২ হাজার ৯শ’র বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে গত কয়েকদিন যাবত এমন ছবিগুলো ফেসবুকে ভাইরাল হয়।

শহরের একাধিক বাসিন্দা জানান, বর্তমান প্রেক্ষাপটে করোনার প্রকোপে সমাজের নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এরা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জার কারণে মুখ খুলে কারো কাছে কিছু চায় না। এমতাবস্থায় সামর্থবানদের উচিৎ এমপি শাহজাহান কামালের এপিএস বায়েজীদের অনুকরণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া।

Post a Comment

0 Comments