গাংচিল অনলইন.কমঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়েছে। অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শনিবার (২১ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, এছাড়া প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও দুইজনকে নিজ বাড়িতে পর্যাপ্ত সুবিধা না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে।



0 Comments