Breaking News

header ads

লক্ষ্মীপুরের দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন হুমায়ুন কবির

ফয়সাল কবির, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে হত দরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন লক্ষ্মীপুর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ৪নং চররুহিতা ইউনিয়ন চেয়ারম্যান মো.হুমায়ুন কবির পাটওয়ারী।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তিনি দিনমজুরদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এ খাদ্য সামগ্রী। এতে চাল-ডাল, পেঁয়াজ, রসুন, তেল ও লবণসহ একটি পরিবারের ৭ দিনের খাবার রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিতছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতা আবদুর জব্বার লাভলুসহ স্থানীয় ইউপি সদস্যরা ।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, আমি সবসময় জনকল্যাণে কাজ করেছি। এ মহামারিতে সরকারের নির্দেশনায় দিনমজুররা ঘর থেকে বের হতে পারছেন না। এতে তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। এজন্য সাধ্যমতো খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

Post a Comment

0 Comments