ইউনুছ শিকদার: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার সামাজিক সংগঠন ’মানব কল্যাণ সংস্থা’র আয়োজনে উপজেলার পুর্ব চরবাটা ইউনিয়নে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নগদ অর্থ সহায়তা প্রদান করছেন মানব কল্যাণ সংস্থার পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন স্যার।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পুর্ব চরবাটা ইউনিয়নের পুর্ব চরবাটা ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সংগঠনের সদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দেন । সংগঠনের পরিচালক সাংবাদিক নিজাম উদ্দিনের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এককভাবে খুঁজে খুঁজে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করছেন মানব কল্যাণ সংস্থার পরিচালক,এবং সুবর্ণচর প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক ইনকিলাব এর সুবর্ণচর উপজেলা প্রতিনিধি প্রফেসর মোহাম্মদ নিজাম উদ্দিন।
এসময় অন্যান্য মানব কল্যানের সদস্যদের পাশাপাশী এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক ইব্রাহিম খলিলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরবর্তীতে এ কার্যক্রম আরো বৃদ্ধি করার আশা ব্যক্ত করেন।


0 Comments