Breaking News

header ads

'করোনা' পরিস্থিতিতে ড. বশির আহমেদ কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যেে অধ্যক্ষের গুরুত্বপূর্ণ উপদেশ

গাংচিল অনলাইন.কমঃ বর্তমান বিশ্বের মত বাংলাদেশে ও করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই এমন পরিস্থিতিতে ড. বশির আহমেদ কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে করনীয় ও পালনীয় উপদেশ দিয়েছেন। তাঁর উপদেশ নিন্মে তুলেধরা হলো-

প্রিয় ছাত্রছাত্রী, 
সারা বিশ্বের বর্তমান পরিস্থিতি তোমাদের অজ্ঞাত নয়। এই `করোনা` ভাইরাসের সংক্রমণের ফলে সারা বিশ্ব আজ স্থবির। তোমরা দীর্ঘ ছুটি পেয়েছো। মনে রাখতে হবে তোমাদের এ ছুটি উপভোগের নয়, আনন্দের নয়। তোমাদের নিজেদের এবং পরিবারের নিরাপত্তার জন্যই এ ছুটি। প্রিয় ছাত্রছাত্রী, এ সময়টাতে একবারেই বাসা/বাড়ির বাইরে যাওয়া যাবেনা। মনে রাখবে এবং এটা তোমাদের মানতেই হবে যে বাইরে লোক সমাগমে গেলে কঠিন বিপদের মুখে পড়তে পারো তোমরা নিজেরা এবং তোমাদের পুরো পরিবার। তোমরা সচেতন, তোমাদের দায়িত্ব পরিবারের অন্যান্য সদস্যদের সচেতন করা, প্রতিবেশীদের সচেতন করা। 

প্রিয় ছাত্রছাত্রী, পরিবারে তোমাদের দায়িত্ব অনেক। মা-বাবার যত্ন নেবে, বয়স্ক দাদা-দাদি থাকলে তাদের পরিচর্যা করবে। পরিবারের সকলে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকবে, দিনে কয়েকবার সাবান দিয়ে ২০ সেকেন্ড এর বেশি সময় নিয়ে হাত পরিস্কার করবে। 

প্রিয় ছাত্রছাত্রী, এটা ভুলে গেলে চলবেনা, তোমাদের মুল কাজ পড়ালেখা। তোমরা একেকজন তোমাদের মা-বাবার স্বপ্ন, পরিবারের আশার প্রদীপ। তাই ছুটির এ সময়টাতে নিয়মিত পড়ালেখা করতে হবে। বুঝতে হবে কলেজ বন্ধ মানেই পড়ালেখা বন্ধ নয়। 

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী, তোমাদের জন্য এ সময়টা বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে বলে পাঠে অমনোযোগী হওয়া যাবেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিজের পড়ালেখা চালিয়ে যেতে হবে। মহান আল্লাহর রহমতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। মনে রাখবে সেই সময়সূচিতে পূর্বে ঘোষিত সময়সূচির মতো প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত গ্যাপ থাকবেনা। তাই এখনই সব প্রস্তুতি সেরে নিতে হবে। যেকোনো বিষয়ের পাঠ বুঝতে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে ফোন করে সহযোগিতা নিতে পারবে। আমাদের শিক্ষকগণ তোমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। আর যেকোনো বিপদ আপদে আমাকে ফোন করবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরাই আমাদের সব।

প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সফলতার দিকে তাকিয়ে আছে তোমাদের মা-বাবা, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, আমরা এবং পুরো দেশ। প্রিয় ছাত্রছাত্রী, আবারও বলছি, এই মহা দুর্যোগে নিজে সচেতন থেকে নিজের পরিবারকে, নিজের সমাজকে ও নিজের দেশকে দেখে রাখবে।

মহান আল্লাহ আমাদের সবাইকে রহম করুন। 

অধ্যক্ষ 
ড. বশির আহমেদ কলেজ

Post a Comment

0 Comments